আজ ২/২/২২, জেনে নিন কী লুকিয়ে আছে এই সংখ্যাতত্ত্বে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-02-2022

আজ ২/২/২২, জেনে নিন কী লুকিয়ে আছে এই সংখ্যাতত্ত্বে

আজ তারিখটা বেশ অদ্ভুত - ২/২/২২। এরকম ২ আর শূন্যের মিশেলে তারিখ আমরা এই মাসেই আরও ২ বার দেখতে পাব। ২০ তারিখ অর্থাত্‍ ২০/০২/২০২২ এবং ২২ তারিখ অর্থাত্‍ ২২/০২/২০২২। আর তার পরেই ২০০০ সালে যে ২২২-এর সিকোয়েন্স শুরু হয়েছিল, তা শেষ হবে। সংখ্যাতত্ত্ব অনুসারে ২২২ অত্যন্ত শুভ সংখ্যা।

২০২০ সাল থেকে যে ভয়াবহ অসুখ বিশ্বজুড়ে হানা দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ কিন্তু একজোট হয়ে লড়াই করেছে।

করোনার আছড়ে পড়া একের পর এক ঢেউয়ের সামনে কোথাও ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হয়েছে, কোথাও মুমূর্ষুকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খারাপ সময় যেমন এসেছে, তার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার শক্তিও পেয়েছে মানুষ। ২২২ সংখ্যার প্রভাব এক্ষেত্রে অনেকটাই কাজ করেছে বলে মনে করছেন সংখ্যাতত্ত্ববিদরা। শুধু তাই নয় সম্পর্ক, ভারসাম্য ও এনার্জির প্রতিনিধিত্ব করে এই সংখ্যা। ২ সংখ্যার জাতকরা মানিয়ে নিতে পারেন, সমব্যাথী হন এবং সহযোগিতা করতে পারেন। আর ২২২ সংখ্যার প্রভাবে এনার্জি বহুগুণ বেড়ে যায়। জীবনের প্রতি সহমর্মিতা, ভারসাম্য রক্ষাও বাড়ে অনেকটাই।

এখানেই শেষ নয় , আরো একটি মজার বিষয় আছে। ২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসের দু'তারিখ। অর্থাত্‍, ২.২.২২। ইংরেজিতে বলতে গেলে সুরের মতো শোনাবে। 'টু টু টুটু'। আর সেই সুরকেই ট্রাম্পেটে তুলতে চেয়েছেন আমেরিকার এক অঙ্কের শিক্ষক। নাম রন গর্ডন।পরপর চারটি 'টু' মিলে এমন ধ্বনি তৈরি হচ্ছে যে, দিনটিকে 'ট্রাম্পেট দিবস' হিসাবে উদ্‌যাপন করা যায় বলে মনে করছেন রন। উদ্‌যাপনে ডাক দিয়েছেন ভারতীয়দেরও। সকলে মিলে তাঁর সঙ্গে ট্রাম্পেটের সুরে সুর মেলানোর জন্য। রনের বক্তব্য, ''ট্রাম্পেট দিবস সহজে আসে না। এ বছর যদিও দু'টি দিন এমন পাওয়া যাবে। ২.২.২২ আর ২২.২.২২।''

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]