ভয়াবহ দাবানলের কবলে তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-09-2022

ভয়াবহ দাবানলের কবলে তুরস্ক

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে তুরস্কের উপকূলবর্তী প্রদেশ মেরসিনে।

সেখানে বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। দাবাললের আগুন নেভাতে ২৯টি হেলিকপ্টার, ১১টি উড়োজাহাজ এবং দমকল বাহিনীর ৮৫০ জন কর্মী নিরলসভাবে কাজ করেছেন।

জানা গেছে, দাবানলের তেজে এই দুই জেলার দু'টি হোটেল এবং শত শত বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে।

দমকল বাহিনীর কর্মীরা অবশ্য উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে ১ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন। দেশটির ডেপুটি মিনিস্টার জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার মেরসিনের গুলনার জেলার বনাঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়। তারপর অল্পসময়ের মধ্যে তা পার্শ্ববর্তী জেলা সিলিফকেতেও ছড়িয়ে পড়ে। দাবানলে এ পর্যন্ত নিহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। তবে ৭ জন আহত হয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]