ওএমএস কার্যক্রমের ফলে ৪ কোটি মানুষ চালের বাজার থেকে সরে আসবে-খাদ্য মন্ত্রী


হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 09-09-2022

ওএমএস কার্যক্রমের ফলে ৪ কোটি মানুষ চালের বাজার থেকে সরে আসবে-খাদ্য মন্ত্রী

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রমের ফলে চালের বাজার থেকে ৪ কোটি মানুষ সরে আসবে। এতে করে মজুদদার ও অসাধু ব্যবসায়ীরা চরম শিক্ষা পাবে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সদরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় মন্ত্রী বলেন, দেশের ৫০ লাখ হত দরিদ্র জনগোষ্ঠিকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এছাড়া সপ্তাহে ৫দিন এ কার্যক্রম চালু থাকবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিতরণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, আগে ডিলারেরা ১টন চাল বরাদ্দ পেতেন এখন ২টন চাল বরাদ্দ পাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের স্ট্রং মনিটরিং ব্যবস্থা রয়েছে। বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাসহ আমাদের সকল কর্মকর্তা এ মনিটরিং এ নিয়োজিত আছেন। এই জায়গায় কোন ব্যতয় ঘটলে শাস্তির বিধান রয়েছে। 

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]