সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ মোঃ ইমাম হোসেন (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টায় রায়গঞ্জ থানাধীন ০৫ নং চান্দাইকোনা ইউপির পিংকি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী চাঁদপুর জেলার কচুয়া থানাধীন করইশ গ্রামের মোঃ ছফিউল্যার ছেলে মোঃ ইমাম হোসেন
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যাব ১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা হতে নঁওগাগামী একটি যাত্রিবাহী বাসে একজন মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন ০৫ নং চান্দাইকোনা ইউপি’র পিংকি পেট্রোল পাম্পের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ মোঃ ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।