রাজশাহীতে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা উন্নয়ন কৌশলপত্র কর্মপরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত


আবু হেনা: , আপডেট করা হয়েছে : 06-09-2022

রাজশাহীতে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা উন্নয়ন  কৌশলপত্র কর্মপরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এর অধীনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার কারিগরি সহায়তায় স্ট্রেন্দেনিং ক্যাপাসিটি ফর সিটিজ টু (ঈ৪ঈ-২) প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ে কৌশলপত্র বাস্তবায়ন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সিফোরসি-টু প্রকল্পের চীফ অ্যাডভাইজার মিস নাওকো আনজাই, ডেপুটি চীফ অ্যাডভাইজার মিস রিয়ে ফুসামায়ে, পিএফএফ স্পেশালিস্ট খাদেমুল করীম।    

সভায় সিফোরসি টু প্রকল্পের সিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট মনি মালা রায়, ব্রজ কিশোর ত্রিপুরা, মোহাম্মদ রাসেল কবির প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের আইনি উপকরণ, সাংগঠনিক কাঠামো উন্নয়ন, আর্থিক ভিত্তি ও বাজেট ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র ২০৩০ এর আলোকে মধ্যমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়। কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা বছরে দুইবার অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। 

সভায় গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের গঠিত কমিটির সদস্য রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সচিব তৈমুর হোসেন,  শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, নগর পরিকল্পনাবিদ মোঃ সাকিবুর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার শিরাজী তানভীর সালেহীন, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ উপস্থিত ছিলেন।   


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]