নির্বাচনে কারচুপির দায়ে সু চির ৩ বছরের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2022

নির্বাচনে কারচুপির দায়ে সু চির ৩ বছরের কারাদণ্ড

নির্বাচনে কারচুপির অভিযোগে মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার মায়ানমারের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। ফলে আরও বিপাকে পড়লেন সু চি।

এরই মধ্যে বিভিন্ন মামলায় সু চি কে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে এবার সু চি-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি মায়ানমারে নির্বাচিত সরকারকে উত্‍খাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চি-সহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে। দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]