মোহনপুরে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন


মোহনপুর প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-09-2022

মোহনপুরে ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীর মোহনপুর উপজেলায় নিম্ন ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে ওএমএস চাল ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওএমএস চাল ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। 

উপজেলায় দুটি পয়েন্টে ৫ জন ডিলারের মাধ্যমে দুটি পয়েন্ট হল মোহনপুর উপজেলা সদরে ২জন ও পৌরসভায় ৩ জন, শুক্রবার ও শনিবার বাদে জন প্রতি ৫ কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবে ডিলারের কাছ থেকে, টিসিবি ফ্যামিলি কার্ড ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক ডিলারকে সর্বোচ্চ ২ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

ওএমএস এর চাল বিক্রয়ের  উদ্বোধন করেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আব্দুস সালাম,উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম.ফজলুল হক, ডিলাররা হলেন উপজেলা সদরে আতাউর রহমান, জিন্নাত আলী হারু, কেশরহাট পৌরসভায় ইকবাল হোসেন, মহসিন আলী,কামারুজ্জামান বুলু। 

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম ফজলুল হক বলেন প্রতিটি ডিলারেরা সঠিক ভাবে চাল বিক্রয় করছে  কিনা তা দেখার ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিদিন খাদ্য অধিদপ্তর থেকে মনিটরিং করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]