১৮ আটা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে সরকার


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 01-09-2022

১৮ আটা ও   চাল ৩০ টাকায় বিক্রি করবে সরকার

দেশের ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ এবং আটা ১৮ টাকায় বিক্রি করবে সরকার।

বুধবার (৩১ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে ওএমএস কার্যক্রম উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

জানা গেছে, সারা দেশের ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করতে সরকার ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে সব কেন্দ্রেই চাল বিক্রি করা হবে। আর আটা বিক্রি হবে ৪০৩টি কেন্দ্রে।

ঢাকা মহানগর, শ্রমঘন ৪টি অঞ্চল ও বিভাগীয় শহরের মোট ৪০৩টি কেন্দ্রে প্রতিদিন ০ দশমিক ৫ মেট্রিক টন হারে আটার মোট বরাদ্দ ২০১ দশমিক ৫ মেট্রিক টন। ঢাকা মহানগরের ট্রাক সেল ৫০টি কেন্দ্রে, প্রতিটির বরাদ্দ ৩ দশমিক ৫ মেট্রিক টন করে।

ঢাকা মহানগর ছাড়াও ১৯টি ট্রাকের মাধ্যমে শ্রমঘন এলাকা ও বিভাগীয় শহরে প্রতিটিতে ২ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

৫০টি ট্রাক সেল ছাড়া ঢাকা মহানগরের অন্য সব কেন্দ্রে (২ হাজার ৩১৩টি) চালের বরাদ্দ ২ মেট্রিক টন করে। দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে দৈনিক চালের বরাদ্দ ৪ হাজার ৮০১ মেট্রিক টন। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে মাসিক (সর্বোচ্চ ২২ দিন ধরে) চালের বরাদ্দ এক লাখ ৫ হাজার ৬২২ মেট্রিক টন। ৪০৩টি কেন্দ্রে মাসিক (সর্বোচ্চ ২২ দিন ধরে) আটার বরাদ্দ ৪ হাজার ৪৩৩ মেট্রিক টন।

খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজিদরে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিল- এ ৫ মাস পরিচালিত হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, টিসিবির কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি করে চাল পাবেন। এ পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]