বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 31-08-2022

বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

সুনামগঞ্জের ধর্মপাসা উপজেলায় ফেইসবুকে মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সজিব ওয়াজেদ জয়'কে নিয়ে কটূক্তি করায় আমিনুল হক চৌধরী(৪৫)নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের(২১)(২৫)(২৭) (২৯)৩১) ধারায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল বিচারক জিয়াউর রহমানের আদালতে দৈনিক বিশ্বমানচিত্র পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক আঃ রাজ্জাক বাদি হয়ে ১টি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে,(৩ আগস্ট) সজিব ওয়াজেদ জয়'কে কটূক্তি করে পোষ্ট দেন তিনি একমাত্র বিজ্ঞানি যুক্তরাষ্ট্র বসে বাংলাদেশ থেকে ৩ কোটি টাকা বেতন পান তিনি বিশ্বের একমাত্র মহা বিজ্ঞানি। (২০ আগস্ট) বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীন বাংলাদের প্রথম হত্যাকারী বলেন। (২১ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে পোষ্ট দেন গণতন্ত্রকে হত্যা করে ভারতের হাতে দেশ তুলে দেন ইত্যাদি রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার ধর্মপাসা উপজেলার মাইজবারি গ্রামের আঃ কুদ্দুস চৌধরীর ছেলে আমিনুল হক চৌধরী তার নামিয়ও ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয়'কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোষ্ট দিয়ে আসছিলেন। এরই সূত্র ধরে চলতি বছরের (৩১আগস্ট) রোজ বুধবার জয়পুরহাট জেলার সাংবাদিক আঃ রাজ্জাক বাদী হয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী মামুনুর রশীদ জন এর মাধ্যমে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারক দায়রা জজ জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়েছেন বলে জানা যায়৷

এবিষয়ে মামলার বাদী সাংবাদিক আঃ রাজ্জাক বলেন, আমরা সাংবাদ কর্মী রাষ্টের ৪র্থ স্তম্ভ রাষ্টের সম্মানি ব্যক্তিদের নিয়ে কটূক্তি কারী আমাদের দেশের জন্য অমঙ্গল কর। আমিনুল হক চৌধুরীর আইডিতে বিভিন্ন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান,প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়'কে নিয়ে কটূক্তি করে পোষ্ট দিয়ে আসছেন তার দেয়া পোস্ট গুলো আমার নজরে আসলে আমি আদলতের স্বর্ণাপূর্ণ হয়ে ৷ বিজ্ঞ আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়েছেন বলেও সাংবাদিক আঃ রাজ্জাক৷

বাদী পক্ষের আইনজীবী মামুনুর রসিদ জন বলেন, আসামি আমিনুল হক চৌধুরী তার ফেইসবুক আইডিতে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়'কে নিয়ে সামাজিক যোগাযোগ স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ভাবে কুটুক্তি করাই আদালতে নজরে এনেছি বিজ্ঞ আদালত বুধবার (৩১ আগষ্ট) মামলাটি আমলে নিয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]