নওগাঁর সাপাহারে ঔষধের দোকানে মোবাইল কোটের অভিযান পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় ।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি গুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
অভিযানে মেসার্স সাদিয়া ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে সতর্ক করা হয়। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক রিফাত হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর শওকত হোসেন ও থানা পুলিশ ফোর্স উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন সাংবাদিকদের জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।