অবশেষে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-08-2022

অবশেষে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে

দীর্ঘ আইনি লড়াই শেষে দেশে ফেরার সুযোগ পেলেন ভারতের পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ দিয়ে এ মৎস্যজীবীদের বাংলাদেশে ফিরিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশি ৩টি মাছ ধরার ট্রলার আন্তর্জাতিক নৌসীমানা অতিক্রম করায়, ওই ট্রলারগুলোতে থাকা ৮৮ জেলেকে আটক করে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুল করে ভারতীয় নৌসীমান্তে অনুপ্রবেশ করেছিলেন তারা। ‌ এরপর আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারে রাখা হয় তাদের।  

পরে আটক ওই ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেন কলকাতা ডেপুটি হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।‌ তারা জানান, কলকাতা ডেপুটি হাইকমিশনারের কাউন্সিলর রিয়াজুল ইসলামের দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি বাংলাদেশি নিরীহ জেলেদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়। 

ফ্রেজারগঞ্জ এলাকার স্থানীয় মৎস্যজীবীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জব্দ ট্রলারসহ ৮৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে দেয়া হয়। 

এদিকে, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বহু বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ হন। তাদের মধ্যে ১১৪ জনকে ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় মৎস্যজীবীরা উদ্ধার করেন। এদের মধ্যে ৩২ জনকে বাংলাদেশে ফেরানো সম্ভব হলেও বাকিরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ক্যানিং এবং বারুইপুরে আটকা রয়েছেন।

তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন কুমার মাইতি জানান, শুধু কাকদ্বীপ এলাকাতেই এখন ৮৯ জন বাংলাদেশি জেলে আটকে রয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]