দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকের কাছে সারের মূল্য বেশি নেয়ার অভিযোগে চৌধুরী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। এছাড়াও জরুরি কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ জন মোটরসাইকেল আরোহীকে ২ হাজার ৮০০ টাকা অর্থদ- করা হয়।
সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী শাখা যমুনা ব্রিজ সংলগ্ন চৌধুরী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন।
এসময় সারের দাম বেশি নেয়ার অভিযোগে চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল হামিদ চৌধুরীকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর ইসলামসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
পরে ফুলবাড়ী শহরেরর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে জরুরি কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ জন মোটরসাইকেল আরোহীকে ২ হাজার ৮০০ টাকা অর্থদ- করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, সারের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি নেয়ায় অভিযোগ চৌধুরী এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ (৪০) ধারায় ২০ হাজার টাকা অর্থদ- এবং জরুরি কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ জন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইনে ২ হাজার ৮০০ টাকা অর্থদ- করা হয়। একইসাথে ফুটপাত দখলমুক্ত ও যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ করতে বাজার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।