রবিবার রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 28-08-2022

রবিবার রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু

চুয়েট, কুয়েট ও রুয়েট এর ২০২১-২০২২ সেশনে ১ম বর্ষ স্নাতক কোর্সের সমন্বিত ভর্তির কার্যক্রমের অংশ হিসেবে ১ম পর্যায়ে রুয়েট কেন্দ্রে আজ রবিবার (২৮ আগস্ট) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ভর্তি প্রার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি কার্যক্রম চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

রুয়েট কেন্দ্রে রবিবার সকাল ৯টায় থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৩টায় পর্যন্ত চলবে।

 ১ম পর্য়ায়ে “ক” গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ১-৩৫০০ মেধাক্রম এবং খ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ১-১২০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। 

রবিবার সকাল ৯:৩০ টায় এই ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ প্রমুখ । 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]