রাবিতে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের


আল্-মারুফ, রাবি প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 27-08-2022

রাবিতে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের

সিলেটের চা শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের পাদদেশে সিলেটের জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘বাঁচাতে হলে দেশের অর্থনীতি, বাড়াতে হবে চা শ্রমিকদের মজুরি’, ‘বাগান ভরা চায়ের পাতা, পেট ভরে না পাই যে ভাতা, লতা-পাতা ব্যাঙের ছাতা খাই’, ‘রক্ত ঘামের লাভের পাতা হাঙর পেটে যায়, বৈষম্য নিপাত যাক’, ‘৩০০ টাকা মজুরি পাক, দুটি পাতা একটি কুড়ি’, ‘মজুরি চাই ১৫ কুড়ি’। এমন সব প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সিলেটের চা শ্রমিকদের আধুনিক যুগের জীবন্ত ক্রীতদাস বললেও ভুল হবে না। একবিংশ শতাব্দীতে এসেও একজন চা শ্রমিকের মজুরি ১২০ টাকা এটা হাস্যকর। ১২০ টাকা দিয়ে দুবেলা ভাত খাওয়াও সম্ভব হয় না। অসংখ্য শ্রমিক আছেন যারা না খেয়ে কাজ করেন। বর্তমান প্রেক্ষাপটে  ৩০০ টাকা মজুরি তাদের ন্যায্য অধিকার।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামিল আহমদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

 

রাজশাহীর সময় / এএম 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]