দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ১৪৭৫ আসন খালি


ইবি প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-02-2022

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে ইবিতে ১৪৭৫ আসন খালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ১৪৭৫টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোর বিপরীতে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬২০ শিক্ষার্থী। ফলে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]