সাপাহারে সারের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও জরিমানা


হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 24-08-2022

সাপাহারে সারের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও জরিমানা
নওগাঁর সাপাহারে সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে   উপজেলার সদর, আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিসিআইসি ডিলার ও খুচরা ব্যবসায়ী ২ জনের নিকট হইতে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উল্লেখ্য যে মেসার্স দেলোয়ার ট্রেডার্স  এর নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ, ও বিক্রয়ের দায়ে ২০হাজার টাকা ও মেসার্স ওশান ট্রেডার্স 'র বিধি বহির্ভূতভাবে সার মজুদ করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট বিক্রয় না করে খুচরা ব্যবসায়ীদের নিকট সার বিক্রয়ের দায়ে ২০বিশ হাজার টাকা জরিমানা অর্থ দণ্ড দেওয়া হয়েছে।

অভিযান কালে উপজেলা সহকারী উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]