ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ কুমিল্লা


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 01-02-2022

ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ কুমিল্লা

বিপিএলে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। চট্টগ্রাম পর্বের শেষ দিনে কুমিল্লা তাদের আনবিটেন থাকার রেকর্ডটা ধরে রাখতে চাইবে। অপরদিকে ৫ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া ঢাকা আগের ম্যাচের মতো আবারও জয় পেতে চায়।

উইন অর উইন। এই মন্ত্রটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নামে ভারে যেমন, আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল দুইবারের চ্যাম্পিয়নরা। আর চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কাগজে-কলমে অন্যতম সেরা দল মিনিস্টার ঢাকার বিপক্ষে।

এদিকে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই প্রমাণ দিয়ে যাচ্ছে কুমিল্লার খেলোয়াড়রা। ব্যাটিংয়ে লিটন দাস ও ফাফ ডু প্লেসি এবং বোলিংয়ে মোস্তাফিজের সঙ্গে শহিদুলও নিয়ন্ত্রিত বোলিং করছেন। স্পিনে তানভীর আর নাহিদুলরা কার্যকরী ভূমিকা রাখছেন।

অপরদিকে, মিনিস্টার ঢাকা ভুগছে বিপিএলের শুরু থেকেই। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চট্টগ্রামে গেছে ঢাকা। তবে সাগরিকায় দারুণ ছন্দ খুঁজে পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

এদিকে সমালোচনায় জর্জরিত তামিম ইকবাল হোম ভেন্যুতে দেখিয়েছেন নিজের ক্লাস। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে দলকে ফিরিয়েছেন জয়ে। আজও তার দিকে তাকিয়ে থাকবে ঢাকার সমর্থকরা। তাছাড়া দলের বাকিরাও ভূমিকা রাখছেন। সাগরিকায় আরো একটা জয়ের খোঁজেই মাঠে নামবে দল।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।

রাজশাহীর সময় / এম আর



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]