যুক্তরাষ্ট্রে ফের পুলিশের অমানবিক বর্বরতা!


মিনারা হেলেন ইতি/বাংলা প্রেস: , আপডেট করা হয়েছে : 23-08-2022

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের অমানবিক বর্বরতা!
যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের অমানবিক বর্বরতার ভিডিও ভাইরাল হয়েছে। ফুটপাথের উপর ফেলে সাউথ ক্যারোলিনার গুজ ক্রিকের  বাসিন্দা রান্ডাল ওরচেস্টার (২৭)কে ঠেসে ধরেছেন তিন পুলিশকর্মী। মুখে ঘুসি ও পেটে লাথি মারতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের আরাকানসাস অঙ্গরাজের মার্লবেরি শহরের বর্বরতার এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ পুলিশকর্মীকে সোমবার (২২ আগষ্ট) সাসপেন্ড করা হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাটি রোববারের। গ্রেফতারের সময় তিন পুলিশকর্মী নৃশং‌সভাবে মারধর করেন অভিযুক্ত ওই ব্যক্তিকে। অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জন জন ক্রফোর্ড কাউন্টি শেরিফের বাহিনীর এবং অন্য জন মার্লবেরি শহর পুলিশ বিভাগের কর্মী।

ক্রফোর্ড কাউন্টি শেরিফের দফতরের তরফে সোমবার জানানো হয়েছে, আরাকানসাসের পুলিশ বাহিনীর সাথে যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরকানসাসের গভর্নর অ্যাসা হাচিনসন এবং মার্লবেরির মেয়র গ্যারি ব্যাক্সটর সোমবার জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে, দোষীরা রেহাই পাবে না।

এর আগে ২০২০ সালের ২৫ মে জাল নোট ব্যবহারের অভিযোগ এনে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে ২০২০ সালের ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন চৌভিন। এ সময় ফ্লয়েড বলতে থাকেন, ‘দয়া করুন, আমি নিশ্বাস নিতে পারছি না। আমাকে মারবেন না।’

এক পথচারী ওই সময় ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জর্জ ফ্লয়েড মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
এই হত্যাকাণ্ডের পর পুলিশি নির্মমতা ও বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের সময় বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনাও ঘটে। এ ছাড়া পরবর্তীকালে এ আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]