অবৈধ সম্পদ: রমনার ওসি মনিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-08-2022

অবৈধ সম্পদ: রমনার ওসি মনিরুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

তিন মাসের মধ্যে ওসি মনিরুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানিকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এর আগে গত ১০ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে রিট আবেদনটি করেন ব্যারিস্টার সুমন।

প্রতিবেদনে বলা হয়, ওসি মনিরুল অবৈধভাবে ভবন ও প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তিনি একজন মুক্তিযোদ্ধার ভবন দখল করেছেন- এমন অভিযোগও সামনে এসেছে ওই প্রতিবেদনে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]