কেন্টাকিতে বন্যায় মৃত বেড়ে ২৮


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-08-2022

কেন্টাকিতে বন্যায় মৃত বেড়ে ২৮

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অব্যাহত ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮-এ দাঁড়িয়েছে।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। ভয়াবহ এ বন্যায় তলিয়ে গেছে অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে আটটি কাউন্টিতে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। এ ছাড়া আগামীকাল রোববার ১০ দশমিক ০২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ও জানানো হয়েছে।

 এদিকে শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চল। শুক্রবারও রীতিমতো ফ্রান্সের কর্সিকা দ্বীপটিতে তাণ্ডব চালায় এ ঝড়। আকস্মিক বৃষ্টি ও ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপের অর্ধ লক্ষাধিক বাসিন্দা। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এ ছাড়া ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকার রাস্তাও প্লাবিত হয়েছে ঝড়ে।

তীব্র ঝড়ের কবলে পড়েছে ইতালিও। ভেনিস নগরীতে ঝড়ো বাতাসে ক্যাথেড্রাল বেল টাওয়ারের ইটের দেয়াল ধসে বেশ কয়েকজন আহত হন। এমনকি প্রবল বর্ষণে তলিয়ে যায় বহু ঘরবাড়ি। উপড়ে পড়ে বহু গাছপালা। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। প্রশাসনের নির্দেশে এরই মধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।

এদিকে ঝড়ের পর প্রচণ্ড বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত অস্ট্রিয়ার কারিনথিয়া অঞ্চল। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি অঞ্চলটিতে প্রাণহানির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, সতর্কতা জারির পাশাপাশি স্থানীয় কয়েক হাজার নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]