মাদরাসাছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, তিনজনের যাবজ্জীবন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2022

মাদরাসাছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসাছাত্রীকে গণধর্ষণের পর হত্যার মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু। আর খালাস পেয়েছেন হাবিব ও শাওন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগরে বাদীর কন্যাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরে বিচারকাজ শিরু হলে এই মামলায় ১১ জন আদালতে সাক্ষ্য দেন। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ইব্রাহিম, হৃদয় ও জহিরুলকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন বলেন, দেরিতে হলেও বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। এ রায়ের ব্যাপারে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]