সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার আহম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, আহম্মদপুর বাজার থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত মেহেদী পূর্ব পরিচয়ের সূত্র ধরে নির্যাতিত ছাত্রীকে মোবাইল ফোনে শনিবার রাতে বাড়ি থেকে ডাকে। ওই ছাত্রী বাড়ির বাইরে এলে বাঁশ বাগানে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
রোববার নির্যাতিত ছাত্রীর মা বাদি হয়ে গুরুদাসপুর থানায় মেহেদীকে অভিযুক্ত করে মামলা করেন। অভিযুক্ত মেহেদীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
রাজশাহীর সময় / এম আর