সর্বোচ্চ সম্মাননা পেলেন বাবর আজম


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2022

সর্বোচ্চ সম্মাননা পেলেন বাবর আজম

বাবর আজমের বয়স মাত্র ২৭। এই বয়সেই পাকিস্তানের হয়ে যা কীর্তি করেছেন তিনি, তা অনেকে কল্পনাও করতে পারেন না। সেসবের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সম্মাননা দিল পাকিস্তান। বাবর ভূষিত হয়েছেন ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মাননায়।

২০২৩ সালে ২৩ মার্চ ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি বাবরের হাত এ পুরস্কার তুলে দেবেন। বাবর ছাড়াও পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের নারী দলের অধিনায়ক বিসমা মারুফ ও দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জান। বিসমাহ মারুফকে ‘তমঘা-ই-পাকিস্তান’ ও মাসুদ জানকে দেয়া হবে ‘প্রাইড অব পারফরম্যান্স’ পুরস্কার।

পুরস্কারে ভূষিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছে। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে লেখা হয়েছে, ‘দেশের নাম উজ্জ্বল করার জন্য তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই।’ 

বাবর আজম এ মুহূর্তে শুধু পাকিস্তান ক্রিকেটই না, শাসন করছেন বিশ্ব ক্রিকেটকেই। ওয়ানডে ও টি-টোয়েন্টির আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে তিনিই একমাত্র ব্যাটার, যিনি দুইবার শতরানের হ্যাটট্রিক করার নজির গড়েছেন। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে ১৭টি শতরানের ইনিংসও খেলেছেন তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]