যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই: ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2022

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই: ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রবিরোধী না। গতকাল শনিবার (১৩ আগস্ট) লাহোরে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ইমরান খান এই মন্তব্য করেছেন। 

ভাষণে ইমরান খান বলেন, আমি কখনোই কোন দেশের বিরুদ্ধে ছিলাম না। সমালোচনাকারী আমায় মার্কিনবিরোধী বলে ডাকে। আমি আমেরিকাবিরোধী নই।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব পদ হারান ইমরান খান। তিনি গদি হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এছাড়া নতুন শেহবাজ সরকার আসার পর থেকে বিশাল বিশাল জনসমাবেশে তিনি ওয়াশিংটনকে দোষারোপ করে আসছেন। 

শনিবার এই নিয়ে ইমরান খান বলেন, আমি যুক্তরাষ্ট্রবিরোধী নই কিন্তু আমি দাসত্ব চাই না। 

সভায় তিনি আরও বলেন, আমেরিকাতে পাকিস্তানি আমেরিকান কমিউনিটি অনেক ক্ষমতাধর। আমি কেন এমন একটি দেশের বিরোধীতা করবো যেখানে সবচেয়ে দক্ষ, ধনী এবং পেশাদার পাকিস্তানিরা বাস করে? 

এসময় ইমরান খান বলেন, আমি আসলে মার্কিনবিরোধী নই। আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব নয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]