সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ কাঁকড়া জব্দ করার সময় ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়েছেন বন বিভাগের সদস্যরা।
শনিবার (১৩ আগস্ট) সকাল ৬টায় গাবুরার হরিসখালি থেকে সুন্দরবনে অবৈধভাবে ঢুকে কাঁকড়া ধরে ফেরার সময় এ ঘটনা ঘটে।
সিপিজির দেওয়া তথ্য অনুযায়ী, গাবুরার হরিসখালি থেকে সুন্দরবনে অবৈধভাবে ঢুকে কাঁকড়া ধরে ফিরছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে একটি দল।
এ সময় তারা কাঁকড়া বহনকারী একটি ভ্যান জব্দ করে। পরে ওই কাঁকড়া বহনকারী ভ্যান নেয়ার পথে স্থানীয় কাঁকড়া ব্যবসায়ীরা আক্রমণ চালিয়ে তা ছিনিয়ে নেয়। এ সময় সিপিজির একজন সদস্য আহত হন।
বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে অবৈধভাবে আনা কাঁকড়া জব্দ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়। এ সময় আমাদের সিপিজির সদস্যদের একজন আহত হয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন তিনি।