বৈদ্যুতিক খুঁটি বেয়ে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারালো যুবক


সোহেল, (লক্ষিকুল প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 12-08-2022

বৈদ্যুতিক খুঁটি বেয়ে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারালো যুবক

নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওপরে উঠে কবুতর ধরতে গিয়ে তারেক বাবু (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়াস্থ বনলতা রি-ফ্যাক্টরি নামে একটি ইটভাটায়  এ ঘটনা ঘটে।  

 তিনি দিনাজপুরের নবাবগঞ্জের মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে।

ম্যাকসন সিকিউরিটি কম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে তিনি ওই ফ্যাক্টরিতে দায়িত্বরত ছিলেন।   

প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে তিনি খুঁটি বেয়ে ওপরে ওঠেন। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই তিনি বিদ্যুতায়িত হন ও বিকট শব্দের পর নিচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে ওপরে উঠলে তিনি এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]