সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-08-2022

সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৯ আগষ্ট ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয় এবং এখানে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাঁও এর সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, রাজশাহী নিউ ডিগ্রি গর্ভঃ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু,  চাপাই নবাগঞ্জ জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি, এন,এন,এমসি, ফাউন্ডেশন রংপুর এর অ্যাডভোকেসি অফিসার নিরঞ্জন কুমার দাস, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সিংড়া হিন্দু,বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ড, সিংড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার প্রমুখ।

 অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক আদিবাসী নারী পুরুষ অংশ নেন।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]