জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে রাসিকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আবু হেনা : , আপডেট করা হয়েছে : 08-08-2022

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে রাসিকের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে যথাযথ মর্যাদায় আগামী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় আগামী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, শোক ব্যানার টাঙানো, ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও ওয়ার্ড কার্যালয় সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক র‌্যালি, সিন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল, সোনাদিঘী জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত, স্ব স্ব উপাসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা, হত দরিদ্র ও ছিন্নমুল মানুষের জন্য খাদ্য বিতরণ,  বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, মাসব্যাপী কালো ব্যাজ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোটপিন ধারন, কোরআনখানি, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য চেকআপ, রক্তদান কর্মসূচি ইত্যাদি।

গঠিত কমিটির আহবায়ক, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও  ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন ও মাজেদা বেগম, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-সচিব তৈমুর হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]