ফের স্থগিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ


Rajshahir Somoy Desk , আপডেট করা হয়েছে : 20-01-2022

ফের স্থগিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া  ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ। সেই প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ফের স্থগিত করা হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ।

জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল কিউইদের । তবে কঠোর কোয়ারেন্টিনের নীতি এবং সীমান্তের কড়াকড়ির কারণে নির্ধারিত এই সিরিজটিও স্থগিত করা হয়েছে।

সফরে গেলে নিজ দেশে ফিরে অন্তত ১০ দিনের আইসোলেশনে থাকতে হতো কেন উইলিয়ামসনের দলকে।

২০২০ সালের প্রথমদিকে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ও একটি টি ২০ ম্যাচ খেলার কথা থাকলেও করোনা সংক্রমণ তখন ঊর্ধ্বমুখী হওয়ায় স্থগিত করে দেওয়া হয়। সিরিজটি ওই বছর আর আয়োজন করা সম্ভব হয়নি।

আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সাথে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তীতে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করছি। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজটি খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না।

সিরিজটি শেষ হওয়ার কথা ছিল আগামী ৯ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হতো। এই ঝামেলা এড়ানোর জন্যই সিরিজটি এ সময়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া সফর স্থগিত হলেও দক্ষিণ আফ্রিকা, ভারতীয় মহিলা দল, নেদারল্যান্ডসের নিউজিল্যান্ড সফর ও মহিলা বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনেই হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]