চীনের মহড়া: তাইওয়ানের এক বিমানবন্দরের অর্ধশতাধিক ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-08-2022

চীনের মহড়া: তাইওয়ানের এক বিমানবন্দরের অর্ধশতাধিক ফ্লাইট বাতিল

তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দ্বীপটির একটি বিমানবন্দরের ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

তাইওয়ানের তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার জানায়, চীনের লাইভ-ফায়ার মহড়ার কারণে বৃহস্পতিবার ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এরমধ্যে ২৬টি তাইওয়ানে আসার কথা ছিল বিভিন্ন গন্তব্য থেকে। আর ২৫টি ফ্লাইট তাওইউয়ান বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, কোরিয়ান এয়ার ইনচেওন থেকে তাইওয়ানে শুক্র ও শনিবার ফ্লাইট বাতিল করেছে। অপরদিকে এশিয়ানা এয়ারলাইন্স তাইওয়ানে শুক্রবার সরাসরি ফ্লাইট বাতিল করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে।

তাইওয়ানে পেলোসির সফরকে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে চীন। প্রতিক্রিয়াও দেখাতে শুরু করেছে দেশটি। ইতোমধ্যে দ্বীপটি থেকে ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে সামরিক মহড়া যা চলবে আগামী রোববার পর্যন্ত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]