ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে হরতাল ডেকেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই হরতাল কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভোলায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।
গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলিবিদ্ধ হয়ে আহত নুরে আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।