সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪(চৌদ্দ) কেজি গাঁজাসহ মোঃ শাহীন মিয়া(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
বুধবার (৩ আগস্ট) সকাল সোয়া ৬টায় সিরাজগঞ্জ রোড হইতে বগুড়া গামী মহাসড়কস্থ সলঙ্গা থানাধীন কুমাসপুর মৌজার সাহেবগঞ্জের জনৈক প্রাণ গোবিন্দ ঘোষ এর ‘স’ মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন হাড়িয়া সরকারবাড়ী গ্রামের মৃত লুদু মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।