পাবনার চড়াডাঙ্গা কোরআন সুন্নাহ মিশন মজলিসে সুরা কমিটির অনুমোদন


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-08-2022

পাবনার চড়াডাঙ্গা কোরআন সুন্নাহ মিশন মজলিসে সুরা কমিটির অনুমোদন

পাবনা আতাইকুলা ইউনিয়নের চড়াডাঙ্গা কোরআন সুন্নাহ্ মিশন’র ২১ সদস্য বিশিষ্ট্য শুরা কমিটির অনুমোদন দিয়েছে অ্যাডহক কমিটি। মাওলানা আব্দুল হাই পীর ক্বেবলার পৌত্র পীরজাদা আলহাজ্ব মাওলানা মু’তাসিম বিল্লাহ মাসুমকে সভাপতি/মোতাওয়াল্লী করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সদস্য হযরত মাওলানা মো. জিল্লুর রহমান বনী ইয়ামিন, হযরত মাওলানা মো. গোলাম সাকলাইন, আব্দুল আজিজ মাষ্টার, প্রফেসর আব্দুল দাইয়ান, সাইদুর রহমান বাদশা, মো. মনিরুজ্জামান, মো. আব্দুল লতিফ, খন্দকার মো. জামাল উদ্দিন, খন্দকার ওসমান গনি, নূর মুহাম্মাদ আজাদ খান চিশতী, প্রফেসর সাইদুল ইসলাম, মো. আব্দুল মমিন, মো. কুদরত উল্লাহ, মো. আনোয়ার হোসেন প্রাং, মো. আব্দুল জব্বার চাঁদ প্রাং, মো. আক্কাস আলী, মো. রমজান আলী, মো. মিরাজ উদ্দিন মন্ডল, মো. আব্দুর রশিদ,মো. হারুন অর রশিদ।

গত ৩ জুন শুক্রবার বাদ জুমা নামাজ শেষে কোরআন সুন্নাহ মিশনে এক সালিশি বৈঠকের মাধ্যমে পূর্বের মজলিসে সুরা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং (১০ জুন) শুক্রবার বাদ জুমা নামাজ শেষে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। যার পরিপেক্ষিতে ২ মাসের মধ্যে অ্যাডহক কমিটি সকলের মতামতের পর প্রতিষ্ঠানটির মজলিসে সুরা কমিটি ঘোষণা করেন।

দ্বীপচর খাজানগর সিদ্দিকিয়া খানকা শরীফের পরিচালক নূর মুহাম্মদ আজাদ খান চিশতী বলেন, আশা করি মাওলানা আব্দুল হাই পীর ক্বেবলার পৌত্র পীরজাদা আলহাজ্ব মাওলানা মু’তাসিম বিল্লাহ মাসুমের নেতৃত্বে মিশনের উন্নয়নসহ সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হবে। একই সাথে তিনি নব গঠিত কমিটিকে অভিনন্দন জানান।

উল্লেখ্য ফুরফুরা শরীফের পীর জুলফিকার আলী হায়দার আল কুরাইশী (র.) হতে খেলাফত প্রাপ্ত হয়ে মাওলানা আব্দুল হাই পীর ক্বেবলা ১৯৮২ সালে পাবনার সদর উপজেলার আতাইকুলার গঙ্গারামপুরে “চড়াডাঙ্গা কোরআন সুন্নাহ মিশন” প্রতিষ্ঠা করেন। মহান আল্লাহ পাক ও রসুলের বাণী প্রচারের মাধ্যমে সমাজে কল্যাণ, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এই মিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]