চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্য আটক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-01-2022

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

চাঁদপুর সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের সরকার এন্টারপ্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের শংকর চক্রবর্তীর ছেলে অনুরাগ চক্রবর্তী (১৯), ফরিদগঞ্জ উপজেলার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে মো. মাসুম হাসান রাজু (২৫), চাঁদপুর সদর থানার তরপুরচন্ডি গ্রামের মো. ছিটু গাজীর ছেলে মো. মোশাররফ হোসেন (৪২) এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান (৫৫)।

এসময় আটককৃতদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২,৫০০ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে আটককৃতরা। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]