সিংড়ায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 02-08-2022

সিংড়ায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায়  প্রধানমন্ত্রী ঘোষিত “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারন করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও এনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় ২ আগষ্ট, মঙ্গলবার সকাল ১০ টায়  উপজেলা  সম্মেল্লন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে   এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্যে  ১০ জন করে ৬টি গ্রুপে বিভক্ত করে  দলগত কার্যক্রমে   শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন, পরিবেশ, দূর্যোগ, সামাজিক নিরাপত্ত বিদ্যুৎ, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা বিষয়ে স্থানীয় বিদ্যমান সমস্যা এবং উত্তরণে প্রণীত সুপারিশমালা উপস্থাপন করা হয়।

এতে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান,  শিক্ষক,চিকিৎসক ও গনমাধ্যমকর্মী সহ ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]