সুনামগঞ্জে টাকার জন্য বন্ধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত বন্ধুর নাম- সাইফুল ইসলাম নয়ন মিয়া (২৫)। সে জেলার সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে।
এঘটনার প্রেক্ষিতে বন্ধুসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নুরুল হোসেনের ছেলে রেজুয়ান মিয়া (২৫) ও তার ছোট ভাই রোহান মিয়া (২৩)।
সোমবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় আদালতের মাধ্যমে ২জনকে কারাঘারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে- সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়ার সাথে বন্ধুত্বের সূত্র ধরে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা রেজুয়ান মিয়া এক সপ্তাহের কথা বলে ৪২০টাকা ধার নেয়। কিন্তু সেই পাওনা টাকা নয়ন মিয়াকে আর ফেরত দেয়নি তার বন্ধু রেজুয়ান মিয়া।
গতকাল রবিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্টেশন এলাকার মেজর ইকবাল রোডে দুজনের দেখা হয়। ওই সময় নয়ন মিয়া তার বন্ধু রেজুয়ানের কাছে পাওনা টাকা ফেরত চাইলে এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু রেজুয়ান মিয়া উত্তেজিত হয়ে তার বন্ধু নয়ন মিয়াকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
এঘটনার পর স্থানীয় লোকজন আহত নয়ন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু নয়ন মিয়ার অবস্থা আশংকাজন দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট পাঠায়। এরপর রাত অনুমান সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা নয়ন মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। আর এঘটনাটি থানায় জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই ঘাতক বন্ধু রেজুয়ান মিয়া ও তার ছোট ভাই রোহান মিয়াকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন- পাওনা টাকার জন্য বন্ধুকে হত্যার করার অভিযোগে বন্ধুসহ ২জনকে গ্রেফতার করে কারাঘারে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।