আধুনিক এই যুগে এখনও অনেক পরিবার আছে যারা কন্যা সন্তান জন্মের জন্য দোষারোপ করেন সন্তানের মাকে। কেউবা কন্যা সন্তানকে ভালোভাবে দেখেন না, অনেকের মধ্যে কন্যা সন্তানের জন্য যেন একটা হীনমন্যতা কাজ করে। তবে গবেষণা বলছে, কন্যা সন্তান হলে বৃদ্ধি পায় বাবার আয়ু।
পোল্যান্ডের জাগিলোনিয়ান বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা দেখা গেছে, পুত্রসন্তান বাবার আয়ুর ওপর কোনও প্রভাব ফেলে না। তবে কন্যা সন্তানের সঙ্গে বাবার আয়ুর এক সমানুপাতিক সম্পর্ক রয়েছে।
গবেষণায় উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য। দেখা গেছে কন্যা সন্তানের বাবাদের আয়ু তুলনামূলক বেশি! বলা হয়েছে যে পুত্র সন্তানের জন্ম দেওয়া বাবা কিম্বা সন্তানহীন পুরুষদের তুলনায় থেকে বেশিদিন বাঁচেন কন্যা সন্তানের বাবারা।
প্রায় আড়াই হাজার জন মা ও আড়াই হাজার জন বাবার ওপর সমীক্ষা চালানো হয়। সন্তান জন্মের পর বাবার শারীরিক ও মানসিক অবস্থা কেমন থাকে, তার ওপর ছিল নজর। সেখানেই এই তথ্য সামনে আসে। গবেষণায় বলা হয়, যার কন্যা সন্তান যত বেশি, ততই বেড়ে যায় বাবার বেঁচে থাকার সময়।
রাজশাহীর সময়/এম