সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কঙ্গো। হিংসাত্মক সেই বিক্ষোভের মাঝে পড়ে প্রাণ হারালেন ভারতের দুই শান্তিরক্ষা বাহিনীর সদস্য । সরকারের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তাঁরা। শান্তি বজায় রাখার বার্তা দিতেই গিয়েছিলেন কঙ্গোতে।
কঙ্গোর পূর্বদিকের গোমা শহরে গত কয়েকদিন ধরেই সরকার বিরোধী ব্যাপক আন্দোলন চলছে। সেখানেই শান্তির কথা বলতে গিয়েছিল ইউনাইটেড নেশনসের একটি দল। কঙ্গোয় তাঁদের প্রচারের দ্বিতীয় দিনে আন্দোলনকারীরা এতটাই হিংসাত্মক হয়ে ওঠেন যে সংঘর্ষে প্রাণ হারান মোট ৫ জন। তাঁদের মদ্যে ভারতের ওই দুই জওয়ানও ছিলেন। এছাড়া পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছেন।
গোমায় সরকার বিরোধী আন্দোলনের ঝাঁঝ দিন দিন বাড়ছে। গত ২৬ জুলাই তা মারাত্মক আকার নেয়। ইউএন-এর সম্পত্তিতে আগুন ধরিয়ে দিতে থাকেন বিক্ষোভকারীরা। ৫০০-র বেশি মানুষ একসঙ্গে হামলা চালান। টিয়ার গ্যাস প্রয়োগ করেও কোনও লাভ হয়নি।