ফের আমেরিকার ইন্ডিয়ানাতে একটি শপিং মলে ভিড়ের মধ্যে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। রবিবার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৩জন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ব্যস্ত বিকেলে ইন্ডিয়ানার গ্রিনউড শপিং মলে আচমকাই হামলা চালায় এক ব্যক্তি। বন্দুক নিয়ে ঢুকে পড়ে শপিং মলের ভিতরে। তারপর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালাতে থাকে। সেই গুলির আঘাতে তিন জনের মৃত্যু হয়। আহত হয়েছে বেশ কয়েকজন। তবে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও খবর, বন্দুকবাজের হামলা প্রতিহত করতে পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয় সেই দুষ্কৃতী।
গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি বন্দুকবাজের হামলার সাক্ষী থেকেছে মার্কিন মুলুক। এই বন্দুকবাজরা কখনও স্কুলে, কখনও শপিং মলে, কখনও আবার স্বাধীনতা দিবসের প্যারেড গ্রাউন্ডে হামলা চালিয়েছে। অতর্কিত হামলায় প্রাণ গেছে অনেক মানুষের।
সম্প্রতি শিকাগোতে আমেরিকার স্বাধীনতা দিবসের দিনে আততায়ীর হামলায় প্রাণ গেছে ৯ জনের। আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ। শহরতলির হাইল্যান্ড পার্ক হয়ে ওঠে রক্তাক্ত ভূমি।