স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-01-2022

স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

শেরপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন লাবন (২৪)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে শেরপুর সদরের সি আর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা লাবনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ সদস্য লাবন পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের জীবনা আক্তার পপির বিয়ে হয় পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন লাবনের। কিন্তু বিয়ের কিছুদিন পরই যৌতুকের দাবিতে পপিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে শাহাদাত। এক পর্যায়ে গত ২০২১ সালের ১৫ আগস্ট পপির বাবার বাড়িতে এসে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন লাবন। 

ওই ঘটনায় একই বছরের ১৩ অক্টোবর যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে পপি। এরপর ওই মামলায় জামিনে বের হয়ে মামলার বাদী পপিকে মারধর করে স্বামী লাবন। ওই ঘটনাতেও শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লাবনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে পপি।

এদিকে যৌতুক ও নির্যাতন মামলায় রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মামলার ধার্য তারিখে পুলিশ সদস্য শাহাদাত হোসেন লাবনের পূর্বের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]