অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে যুবকের ১৭ বছরের কারাদণ্ড


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-01-2022

অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

রবিবার (৩০ জানুয়ারি) সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর দাসপাড়া গ্রামের মৃত হাশেম বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম (৩৭)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল হুদা মো. ইব্রাহীম খলিল ইমন বলেন, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১২’র সদস্যরা আসামি জাহিদুল ইসলামের বাড়ি এক অভিযান পরিচালনা করে  পোল্ট্রি ফিডের বস্তায় তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে র‌্যাবের ডিএডি দিলিপ কুমার বিশ্বাস বাদি হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আদালত অস্ত্র আইনের ১৮৭৮এর এ ধারায় ১০ বছর এবং ১৮৭৮ এর ১৯(এফ) ধারায় ৭ বছরসহ মোট ১৭ বছর কারাদণ্ড প্রদান করেন। আসামি জাহিদুল পলাতক রয়েছে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]