নদীতে গোসল করতে নেমে বিশালাকার এক কুমির টেনে নিয়ে গেল বালককে। তার পর গিলে খেল। মধ্যপ্রদেশের শেওপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামে বালকটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখা মাত্রই বালকটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তাঁরা। তার পর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে এই দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিক ও পুলিশকর্মীরা। গ্রামবাসীরা তখন কুমিরটিকে ঘিরে রয়েছেন। তাঁদের হাত খেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দফতরের আধিকারিকরা।
পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যত ক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, তত ক্ষণ তাঁরা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।
রঘুনাথপুর থানার ইন-চার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরা জানিয়েছেন, বালকটিকে গিলে খেয়েছে কুমির। তার পরই তাঁরা কুমিরটিকে ধরেন।