ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-07-2022

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

সারাদেশে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি।

সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানীর অনেক স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে প্রথমদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।

নগরবাসী জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনে একটু ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিতসারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমদিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন।

এ ব্যাপারে মিরপুরের বাসিন্দা সাবরিনা বেগম বলেন, ‘আমার এবং আমার আরেক প্রতিবেশী আজাদ সাহেব আজ গরু কোরবানি দিচ্ছি। আমরা পেশাদার কসাইয়ের সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি। আমরা মৌসুমি কসাই দিয়ে গরু কোরবানি দেব না বলেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।’

ঈদের দিন গরু কিনেছেন তাই সেদিন কোরবানি দিতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছি বলে জানালেন শ্যামলী এলাকার বাসিন্দা অলিউর রহমান।  

কোরবানির বর্জ্য: তিনি বলেন, ‘ঈদের আগের দিন গরু কিনতে পারেনি। ঈদের দিন গরু কিনে বাড়ি ফিরতে ভোর হয়ে গেছে। কসাই ঠিক করতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।’

রাজধানীর শনির আখড়ার বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘প্রতিবার ঈদের দিনই পশু কোরবানি করি। এবার কসাই না পাওয়ায় আজ কোরবানি করছি। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম। ঈদের দিন যেখানে ১২-১৩ হাজার টাকা দেওয়া লাগতো, আজ সেখানে ৫ হাজার টাকা দিলেই হচ্ছে। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার এটিও একটি সুবিধা।’

এদিকে ঈদের পরের দিন হওয়ায় কসাইয়ের রেটও কমেছে। গতকাল হাজার প্রতি ২০০ থেকে ২৫০টাকা নিলেও আজ সেটি ১৫০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে। এ ব্যাপারে মিরপুরের পেশাদার এক কসাই বলেন, ‘ঈদের দ্বিতীয় দিন হওয়ায় আজ আমাদের রেট অর্ধেক এ নেমে গেছে।’  

রাজশাহীর সময়/এ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]