শীঘ্রই কি পর্দায় ফিরছেন ইউপি পুলিশের ‘রবিনহুড পাণ্ডে’ ওরফে চুলবুল পাণ্ডে। গত বছরের শেষদিকে তেমনই ঘোষণা করেছিলেন সালমান খান। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই অনুরাগীদের খুশির খবর দেবেন তিনি। একইসঙ্গে নতুন সিনেমায় থাকবে ভরপুর চমক।
এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং ৩’। সেই ছবির বক্স অফিস কালেকশন মোটেও ভাইজানসুলভ নয়। সমালোচক মহল তো বটেই, সালমান ভক্তরাও হতাশ হয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রভু দেবা। ছবির গল্প, চিত্রনাট্য, গান এতই দুর্বল ছিল যে স্বয়ং সালমান খানও ভরাডুবি আটকাতে পারেননি।
জানা গেছে, ‘পান সিং তোমর’ ও ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়া চিত্রনাট্য লিখছেন ‘দাবাং ৪’-এর । তাঁরই লেখা গল্প, যা পড়ে বেজায় খুশি ভাইজানও। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তিনিই সিনেমাটি পরিচালনা করতে পারেন। এমনটা হলে এই প্রথমবার সালমান ও তিগমাংশু ধুলিয়া জুটি হিসাবে প্রথম কাজ করতে চলেছেন ‘দাবাং ৪’-এই।
উল্লেখ্য, আগামীবছর ইদে ‘টাইগার ৩’-এ দেখা যাবে সালমানকে। এই ছবি নিয়ে দর্শকের কৌতূহলও তুঙ্গে। তার আগে জানুয়ারিতেই শাহরুখের ‘পাঠান’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। আবার আদিত্য চোপড়ার আগামী ছবিতেও ‘করণ অর্জুন’-এর ২৭ বছর পর একসঙ্গে দেখা যাবে সালমান-শাহরুখকে। সব মিলিয়ে ‘ভাইজান’-এর আগামী ছবিগুলি নিয়ে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন সালমানভক্তরা।