কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মোঃ সুজন (২৩) আটক র্যাব-৭, চট্টগ্রাম |
রোববার(৩ জুলাই) বিকেল পৌনে ৬টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি: মোঃ সুজন, কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানার কোমলপুর থানার মোঃ নাছির উদ্দিনের ছেলে।
র্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে একটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (৩ জুলাই) বিকেল পৌনে ৬টায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারি মোঃ সুজনকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে সে জানায় , দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা/পাইকারী বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী ও উদ্ধারকৃত মাদক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় জমা দেয়া হয়েছে।