করোনায় আক্রান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের ১২ বিচারক!


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 27-06-2022

করোনায় আক্রান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের ১২ বিচারক!

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারকের করোনাভাইরাস ধরা পড়েছে৷ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার আদালত চলাকালে এ তথ্য জানান৷

জুন মাসের শুরু থেকেই বাংলাদেশের করোনার সংক্রমণ আবার বাড়ছে৷ গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে৷ এ সময় দু'জনের করোনায় মৃত্যু হয়েছে৷ সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮৷ মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের৷

আজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বর্তমানে আমাদের ১২ জন বিচারক করোনায় আক্রান্ত৷ কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে ৷

গতকাল বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫.৬৬৷ আগের দিন এ হার ছিল ১৫ দশমিক শূন্য ৭৷

প্রধান বিচারপতি বলেন, পরিস্থিতি খারাপ হলে মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে৷ এ ক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আদালত পরিচালনায় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন৷

বাংলাদেশ সরকারের করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক, নো সার্ভিস' নীতি প্রয়োগ-সহ ছয় দফা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে৷

স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বর্জন করার পরামর্শও দিয়েছে৷ এছাড়াও মসজিদ, মন্দির, গির্জার মতো ধর্মীয় প্রার্থনার স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলা হয়৷

সূত্র: হিন্দুস্থান টাইমস্ বাংলা


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]