রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের দক্ষিণ-পূ্র্ব মাইকোলাইভে রাশিয়ান হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় সর্বমোট ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।
সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানে হয়। তবে সংবাদমাধ্যমটি মস্কোর এই দাবিগুলো স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি বলেও জানিয়েছে।
এ ছাড়া রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।
রাজশাহীর সময়/এএইচ