নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভ‚মি নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত আখের ভেজাল গুড় জব্দ ও মালিকের জরিমানা করেছেন । ২৭ জুন, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ করা গুড় বড়াল নদীর পানিতে ফেলে দেয়া হয় এবং কারখানার মালিক শামীম আহমেদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভূমি অফিস স‚ত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়ায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পানি, চিনি, চুন, হাইডোজ, ফিটকারী এবং বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে ভেজাল গুড় তৈরি করা হয়। তৈরি করা প্রায় সাড়ে ৫২ মণ ভেজাল আখের গুড় জব্দ করে বড়াল নদের পানিতে ফেলে দেয়া হয়। যার আনুমানিক ম‚ল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। এবং ওই কারখানার মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।