বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট সানরাইজার্স।
বিপিএলে গতকাল মাঠে নেমেছিলো চট্টগ্রাম আর সিলেট দুই দলই। নিজেদের ম্যাচে হেরেছে দুটি দুলই। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে রানের পাহাড় তৈরি করে সিলেট। পাল্টা জবাবে তামিম ইকবালের অতিমানবীয় এক সেঞ্চুরিতে ৩ অভার হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় মিনিস্টার ঢাকা।
আর আরেক ম্যাচে খুলনার বিপক্ষে হেরে গেছে সাগরিকার দল চট্টগ্রাম। আন্দ্রে ফ্লেচার আর মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের কাছে হেরেছে ঘরের মাঠের দলটি।
এবার বিপিএলে আজকের ম্যাচেই প্রথম মুখোমুখি হচ্ছে সিলেট আরত চট্টগ্রাম। নিজেদের আগের ম্যাচ হেরে থাকায় দুই দলই চাইবে এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে। ঘরের মাঠে প্রথম জয় পেতে মরিয়া এই ম্যাচে চট্টগ্রামের একাদশে শামীম পাটোয়ারীর জায়গায় আজ খেলবেন মৃত্যঞ্জয় চৌধুরী।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাঈম ইসলাম, শরীফুল ইসলাম, রেজাউর রহমান, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিলেট সানরাইজার্স একাদশ: লেন্ডল সিমন্স, আনামুল হক, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।
রাজশাহীর সময় / এফ কে