নেত্রকোনায় বন্যায় বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের কাছে ইসলামপুরে ধসে যাওয়া রেল সেতু সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) থেকে মোহনগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
নেত্রকোনা বড় রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হক খান জানান, লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল শুরু করেছে। তবে গতি সিমীত করা হয়েছে।
সেতু ধসে যাওয়ায় গত শনিবার থেকে ঢাকা মোহনগঞ্জ, ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের প্রকৌশলীরা গত কয়েকদিন কাজ করে সেতুটি সংস্কার করেন। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় ট্রেন যাত্রীদের মধ্যে স্বস্থিরতা ফিরে এসেছে। এর আগে, ট্রেন বারহাট্টা পর্যন্ত চলাচল করতো।
রাজশাহীর সময়/এএইচ